
যশোরে ইজিবাইক ভাড়া করে নিয়ে এক চালককে চেতনানাশক খাইয়ে তার ইজিবাইক ছিনতাই করেছে তিন যুবক। বর্তমানে ভিকটিম খালিদ (২২) যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।
জানা গেছে, বুধবার (৬ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে যশোর সদর হাসপাতাল এলাকা থেকে তিনজন ব্যক্তি বাঘারপাড়া যাওয়ার কথা বলে খালিদের ইজিবাইক ভাড়া নেয়। এরপর তারা শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিকেলবেলা বাঘারপাড়া বাজারে গিয়ে খালিদকে রসমালাই ও পাউরুটির মধ্যে চেতনানাশক খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই চালক অচেতন হয়ে পড়লে ওই তিনজন বাঘারপাড়া থানাধীন বলদেঘাটা বাজারের দিকে ইজিবাইকটি নিয়ে রওনা দেয়।
সন্ধ্যা সাড়ে ৬ টায় অচেতন অবস্থায় খালিদকে রাস্তার পাশে ফেলে রেখে তারা ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খালিদের পরিবার তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানিয়েছেন, খালিদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে।