আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৫২

যশোরে তরফদার রুহুল আমিনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :: যশোর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি ও বাংলাদেশ ফুটবল ক্লাব এসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিনের পক্ষে যশোরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর সদরের ফতেপুর গ্রামে তার নিজ বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।তরফদার রুহুল আমিনের দাদা হাকিম তরফদার, চাচা হালিম তরফদার, মতিন তরফদার, হাফেজ রুহুল কুদ্দুস, মাওলানা শরিফুল ইসলাম, শেখ নুরুল ইসলাম, ওবায়দুল হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে গ্রামের দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

82514718_568145490442105_2148128739202957312_n

শীতবস্ত্র পেয়ে খুশি সকলে। যত্ন করে বুকে জড়িয়ে বাড়ি ফিরেছে তারা। অনেকে আবার আনন্দে কেদে ফেলেছে।
কম্বল পাওয়া হত দরিদ্র নারী তছিরন বেগম বলেন, আজ কয়টাদিন শীতে খুবই কষ্ট পাচ্ছিলাম। কম্বলটা হাতে পেয়ে এখন খুবই আনন্দ লাগছে। এতদিন ঠান্ডায় খুব কষ্ট পেয়েছি আজ কম্বল গাঁয় দিয়ে আরাম করে ঘুমাবো।
এর আগেও বিভিন্ন সময়ে যশোরে তার পক্ষে কম্বল বিতরণ হয়েছে। কম্বল বিতরণ ছাড়া তিনি তার গ্রামের বাড়ি ফতেপুর এলাকায় মসজিদ মন্দিরের উন্নয়ন কাজে সাহায্য সহযোগিতা ছাড়াও এলাকার সকল সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত