আজ - রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৭:২৮

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত সাগর মারা গেছে!

বিশেষ প্রতিনিধি:  যশোরে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত যুবক সাগর হোসেন বুধবার দিনগত গভির রাতে মারা গেছেন।
বুধবার রাত পৌনে দুইটার দিকে যশোর জেনারেল হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খুলনার দৌলতপুরের কাছে তার মৃত্যু হয়। তার মরদেহ যশোরের পথে রয়েছে। সাগর যশোর শহরের সিটি কলেজপাড়ার বৌবাজার এলাকার জালাল হোসেনের ছেলে।
নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, সাগর মণিহার বাসস্ট্যান্ডে দ্রুতি পরিবহনের সামনে তার বাবার চায়ের দোকানে কাজ করতেন। বুধবার বিকেলে তাকে প্রতিবেশী সিরাজুলের প্রতিবন্ধী ছেলে রিয়াজুল ইট মারে। এই ঘটনায় উত্তেজিত হয়ে রিয়াজুলকে একটি থাপ্পড় মারেন সাগর। এরপর রাত সাড়ে সাতটার দিকে রিয়াজুলের চাচা মুরাদ হোসেন ফোনে সাগরকে ডেকে নেন বাড়ির পাশে মাদরাসার সামনে। এসময় মুরাদ ও তার সঙ্গে থাকা ফুরাইয়া আশিক ও তাপস উপর্যুপরি ছুরি মারে সাগরকে একই এলাকার মমিনুর রহমান মমিন, আবু হুরাইরা, আশিক এবং অজ্ঞাত আরো ২-৩ জনের হামলাই সাগর গুরুতর আহত হয়।। পরে স্থানীয় লোকজন সাগরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের ডাক্তার তাকে উন্নত চিকিৎসা দিতে খুলনায় রেফার করেন। ওই রাতেই সাগরকে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে দৌলতপুরের কাছে তিনি মারা যান।  কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, খুনিদের ধরতে পুলিশ অভিযানে আছে

আরো সংবাদ