আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০৬

যশোরে নজরুল হিজড়াকে কুপিয়ে স্বর্নালংকার লুট।

যশোরের আলোচিত নজরুল হিজরাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আট ভরি সোনা লুট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আহত নজরুল হিজরা যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামের বাসিন্দা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নজরুল জানান, তিনি যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের ঈশান, ইয়াসিন, সোফিয়া, নাজমা ও খালেদা পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় দা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা আট ভরি সোনার গহনা ছিনিয়ে নেওয়া হয়। পরে তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->