আজ - শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৩৯

যশোরে নতুন এসপির যোগদান

যশোরের নুতন পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বৃহম্পতিবার তাকে যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই আদেশে দেশের আরো ৭ জেলার পুলিশ সুুপার ও ডিএমপির পুলিশ সুপার পদ মর্যাদার ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মোহাম্মদ আশরাফ হোসেন ২৪ তম বিসিএস এর অফিসার।

কর্মজীবনে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে সিআইডি ও ডিএমপির ট্রাফিক বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মেধাবী ছাত্র আশরাফ হোসেন গাজীপুর জেলার কৃতি সন্তান। স্ত্রী পেশায় একজন ডাক্তার। এক ছেলে ও এক মেয়ের জনক আশরাফ হোসেন অবসরে গান গাইতে ও ছবি আঁকতে ভালো বাসেন। তার কর্মজীবনের সফলতার কারনে চলতি বছর তিনি রাষ্ট্রপতি পদকে ভুষিত হন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত