আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩৬

যশোরে নেশার টাকা না পেয়ে মা-বাবাকে কুপিয়ে জখম করলো ছেলে সাদ্দাম।

যশোরে নেশার টাকা না পেয়ে মা-বাবাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ছেলে। রোববার গভীররাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার হৈবতপুরে গ্রামের বাসিন্দা আছির উদ্দিন (৭০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৬০)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন।

জানা গেছে, আছির উদ্দিনের ছোট ছেলে সাদ্দাম একজন মাদকসেবী। নেশার টাকার জন্য সংসারে প্রায় অশান্তির সৃষ্টি করে। রোববার গভীর রাতে তিনি মা-বাবার কাছে নেশার জন্য টাকা দাবি করেন। টাকা দিতে নারাজ হলে সাদ্দাম ক্ষুব্ধ হয়ে প্রথমে মা-বাবাকে লাঠিপেটা করে। এ সময় তারা মাটিতে পড়ে গেলে ধারালো বটি দিয়ে কুপায়। আহত দম্পতির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত আছির উদ্দিন ও রোকেয়ার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাদের মাথা ও হাতের আঘাত বেশি গুরুতর। সার্জারী ওয়ার্ডে দম্পতির চিকিৎসাসেবা চলছে। যশোর কোতোয়ালি মডেল থানায় ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যরা আহত দম্পতির সাথে কথা বলেছেন। ঘটনার পর থেকে তাদের ওপর হামলাকারী ছেলে সাদ্দাম পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->