আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫১

যশোরে নৌকার নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খাঁন পলাশ বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে বাকি সময়টা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিয়ে যশোরবাসীর সেবা নিশ্চিত করবো। স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে সরকারের সকল কাজে সহায়তা করবে এবং বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্যে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শুক্রবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জিরো পয়েন্টে ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবীর, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহামুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহীম, শাহাজাদা নেওয়াজ, নজরুল ইসলাম, কামরুজ্জামান, শেখ নুরুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
কর্মীসভায় নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনে এগিযে যাব। এই শহর উন্নয়নে শেখ হাসিনার পছন্দের নেতা হায়দার গনী খাঁন পলাশকে সহায়তা দিতে স্বেচ্ছাসেবকলীগ সদা প্রস্তুত থাকবে।

আরো সংবাদ