যশোর-বেনাপোল মহাসড়কের পাশে নতুনহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশের একটি পাট ক্ষেত থেকে বুলবুল হোসেন (৩৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে কোতয়ালি থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে ডিবি, পিবিআই ও র্যাবের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তের কাজ করেছে। বুলবুল রাজারহাট বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।
কোতয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানিয়েছেন, সোমবার বিকেলে স্থানীয় লোকমারফত সংবাদ পেয়ে কলেজের পাশের একটি পাটক্ষেতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। সেখানে আশেপাশের উৎসুক জনতা ভিড় করে। কিন্তু তার নাম পরিচয় কেউ জানাতে পারেনি। নিহতের পরনে কালো রং এর প্যান্ট এবং একটি সাদা রং এর শার্ট ছিলো। কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
তবে সংবাদ পেয়ে যশোর শহরতলীর রাজারহাট বাজারের মৃত আব্দুর রশিদের ছেলে ফরহাদ সেখানে গিয়ে মরদেহ তার ভাই বুলবুল হোসেনের বলে শনাক্ত করেছেন। তিনি ওই পাট ক্ষেতে গিয়ে লাশ দেখেন। কিন্তু লাশের মুখমন্ডল নষ্ট হয়ে যাওয়ায় চিনতে পারেননি। তবে প্যান্ট ও শার্ট দেখে তার ভাই বলে শনাক্ত করেছেন।
তিনি জানিয়েছে, গত ৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে বকচর করিম পাম্পের সামনে থেকে তার ভাই বুলবুল হোসেন নিখোঁজ হন। এরপর তিনি বাড়িতে ফেরেননি। তাকে অনেক স্থানে খোঁজ করে পাওয়া যায়নি। গত রোববার তিনি থানায় একটি জিডিও করেন। সোমবার বিকেলে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে ফরহাদ নামে এক যুবক এসে লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেছেন। এখন কিভাবে কারা তাকে হত্যা করেছে এই বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।