আজ - বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৪৩

যশোরে পানিতে ডুবে শিশুর প্রাণ গেলো।

যশোরের শার্শায় পানিতে ডুবে রিয়াদ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের প্রবাসী রোকনুজ্জামানের ছোট সন্তান। শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিন বিকাল ৫ টার দিকে বাড়িতে শিশুটি খেলা করছিল। এ সময় শিশুটির মাসহ অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে শিশুটিকে দেখতে না পাওয়ায় সবাই খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে আনলে ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুটি ডিহি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল ইসলামের পোতা ছেলে। মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত