
যশোর শহরের লিচুবাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে শাকিল (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বুধবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত শাকিল বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
আহত শাকিল যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল তার নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব পরিচিত দুই ব্যক্তি রিফাত আহম্মেদ সাকিব (২২) ও সম্রাট (৩৩)তাকে ডেকে বাড়ির পাশের রবের দোকানের সামনে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর রিফাত হঠাৎ করে শাকিলকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার এক কর্মকর্তা জানান, ঘটনার বিস্তারিত জানা যাচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে