আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৩

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক কে ছুরিকাঘাত।

যশোর শহরের মনিহার ফলপট্টির পাশে পাপ্পার মাঠ এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক তরুণকে চাকু মেরে আহত করেছে দুর্বৃত্তরা। আহত যুবক সিটি কলেজপাড়া বউবাজার এলাকার আশিকের ছেলে আসিফ (২০)।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আসিফ মনিহার কণিকা হোটেলের পাশের গলিতে একটি চায়ের দোকান পরিচালনা করেন। ব্যক্তিগত কাজে দোকান থেকে কিছু দূরে গেলে তাকে অনুসরণ করে  মিজান (২৫) ও তার এক সহযোগী। তারা পাপ্পার মাঠ এলাকায় আসিফের পথরোধ করে পূর্ব শত্রুতার জেরে তাকে লক্ষ্য করে ধারালো চাকু দিয়ে বাম পায়ের উরুতে দু’বার আঘাত করে।

স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আসিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

অভিযুক্ত মিজান যশোরের বেজপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে রূপদিয়ায় তার শ্বশুরবাড়িতে বসবাস করেন। ঘটনার পর তিনি ও তার সহযোগী দ্রুত পালিয়ে যায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->