আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩৪

যশোরে ফটোসাংবাদিক পরাগের উপর হামলা ক্যামেরা ভাংচুর।

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মারামারির ছবি তোলায় হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর ও সমাজের কথার ফটো সাংবাদিক হাসফিকুর রহমান পরাগ। সোমবার বেলা ১২টার দিকে শহরের মণিহার সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার ক্যামেরা ভাঙচুর করা হয়।

আহত ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ জানান, সোমবার বেলা ১২টার দিকে শহরের মণিহার সিনেমা হল এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন যুবক মারামারি শুরু করেন। তাদের মারামারির ছবি তুলছিলাম। ছবি তোলা দেখে কয়েকজন যুবক লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে তেড়ে আসে। তারা ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলোপাতাড়ি মারপিট করে।

জানা গেছে, এ সময় পরাগের নাইকন ডি-৭২ মডেলের ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপর কয়েকজন সহকর্মী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে জেনারেল হাসপাতাল থেকে পরাগ প্রাথমিক চিকিৎসা নেন।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল বলেন, ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত নয়। যেহেতু আমাদের প্রোগ্রামে ঘটনা ঘটেছে, সেহেতু আমরা ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করবো।

এদিকে, এ ঘটনার পর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

আরো সংবাদ