আজ - বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:০১

যশোরে বস্তাভর্তি ফেন্সিডিল উদ্ধার-পুলিশে হস্তান্তর করলেন চেয়ারম্যান শাহারুল ইসলাম।

রেজাউল করিম (যশোর জেলা প্রতিনিধি): যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বাশবাড়িয়া গ্রাম থেকে বস্তাভর্তি ফেন্সিডিল উদ্ধার করেছে ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ও স্থানীয় মুসল্লিরা। আজ শুক্রবার ভোর ৫ টার দিকে বাঁশবাড়িয়া ব্রীজের উপর একটি বেপরোয়া মটর সাইকেলের গতিবিধি সন্দেহ জনক মনে হলে মসজিদের মুসল্লিরা বিষয়টি চেয়ারম্যান শাহারুল ইসলাম কে ফোন মারফত খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গতিরোধ করেন শাহারুল ইসলাম।

এসময় মটর সাইকেল আরোহী হেলমেট পরিহিত দু যুবকের হেফাজতে একটি বস্তা দেখতে পান তাঁরা, মুসল্লিরা তাঁদের বস্তায় কি আছে জানতে চাইলে তাঁরা সটকে যাওয়ার চেষ্টা করে৷ তখন চেয়ারম্যান শাহারুল ইসলাম নিজ গাড়ি নিয়ে তাঁদের ধাওয়া করলে মটর সাইকেল আরোহীরা বস্তাটি ফেলে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

উপস্থিত মুসল্লিদের সাথে নিয়ে বস্তার মুখ উন্মুক্ত করলে বেরিয়ে আসে বস্তাভর্তি ফেন্সিডিল। চেয়ারম্যানের নির্দেশে বস্তা হতে মুসল্লিরা ৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত ৮৭ বোতল ফেন্সিডিল আরবপুর ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখে লোকসস্মুখে কোতয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান ও ওসি ডিবি (তদন্ত) সমেন সরকার কে ডেকে পুলিশে হস্তান্তর করেন চেয়ারম্যান শাহারুল ইসলাম। তবে ফেন্সিডিলের গন্তব্য কোথায় ছিলো বা কার তত্ত্বাবধায়নে আসছিলো সে ব্যাপারে কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

আরো সংবাদ