আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৪

যশোরে বার্মিজ চাকু সহ দুই কিশোর আটক।

যশোর শহরের টিবি ক্লিনিকপাড়া থেকে বার্মিজ চাকুসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত প্রায় ৮টার দিকে টিবি ক্লিনিকের পিছনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে আসে তারা। বিষয়টি পুলিশে জানানোর পর তাদের আটক করে পাওয়া যায় গেল অত্যাধুনিক বার্মিজ চাকু। তাদের থানা হেফাজতে নিয়ে মোটিভ উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হলেন-বিসিক নগরী ঝুমঝুমপুর নিরিবিলিপাড়ার সেলিম হোসেনের ছেলে রাকিব হোসেন (২৩) ও ইরাদ শেখের ছেলে রমজান (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দু’জন এলাকায় একটি মোটরসাইকেলে উল্টো-পাল্টা চলাচল করছিল। তাদের আচারণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি টহল পুলিশে জানানো হয়। তাৎক্ষণিক পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু, ফিটনেসবিহীন একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি টর্চলাইট উদ্ধার হয়।

বর্তমানে আটক দুইজনকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে বলেও জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->