আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৭

যশোরে বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো যুবকের

যশোরে মদপান করে মোটরসাইকেল চালিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞাত যুবক (২৫)এর মর্মান্তিক অবস্থায় মৃত্যু হয়েছে।একই ঘটনায় উজ্জল হোসেন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে রাত সোয়া ১১টার দিকে যশোর কোতোয়ালি থানার অদুরে বস্তাপট্টি মোড়ে।

নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত উজ্জল হোসেন একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

প্রতাক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১১টার দিকে বেপরোয়াভাবে ২৫ বছরের এক যুবক মোটরসাইকেল চালিয়ে পেছনে অপর এক যুবককে নিয়ে শহরের বেজপাড়া থেকে বের হয়ে বস্তাপট্টি আসে। এসময় থানার সামনে দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিলো এবং বিপরীতমুখী থেকে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা ম্যাট্র ব- ১৪- ৭০৬৪) আসছিলো। মোটরসাইকেল যোগে আসা ওই দুই যুবক অ্যাম্বুলেন্স ক্রোস করে সোহাগ পরিবহনের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।

আরো সংবাদ