আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:২৯

যশোরে বিপুল পরিমানে সোনা উদ্ধার।

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়ন ও ঝিনাইদহের মহেশপুরের ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা যৌথ অভিযানে প্রায় তিন কেজি ওজনের ১৭টি সোনার বারসহ একজনকে আটক করেছে। আটককৃতের নাম মিকাইল হাসেন পিন্টু (৩০)। তিনি বেনাপোল পোর্ট থানাস্থ বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।

বিজিবির ৪৯ ব্যাটলিয়নে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির উভয় ব্যাটালিয়নের দুইটি টিম শনিবার সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাস্থ খলসী বাজারে অবস্থান নেয়। সে সময় খলসী বাজার থেকে সীমান্তের দিকে মাঠ দিয়ে পিন্টু যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে সময় তাকে আটক করা হয়। পরে তার কোমরে থাকা বিশেষ কায়দায় স্কসটেপ দিয়ে মোড়ানো ১৭টি সোনার বার উদ্ধার করা হয়।

  • উদ্ধারকৃত সোনার বারের ওজন ২ কেজি ৮২৯ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত সোনার বার বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত