আজ - রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৮:২১

যশোরে বিমান বিধ্বস্ত- নিহত ২ পাইলট!

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ে বিমানটি বিধ্বস্ত হয়। রোববার আনুমানিক রাত নয়টায় এ দূর্ঘটনা ঘটে। প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান আনিচ জানান, রাত আনুমানি ৯টার দিকে বিকট শব্দে বিমানটি বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয়। স্থানীয় জেলেরাসহ সাধারণ জনতা বাওড়ে নেমে বিমানটির তল্লাশি করছেন। রাত ১০টার দিকে বিমান বাহীনি ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাওড়ে যৌথ তল্লাশি শুরু করেছেন।
সূত্র জানায়, বিমানটিতে একজন প্রশিক্ষকসহ ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন।

পাইলট এনায়েত

স্থানীয় বাসিন্দা আহাদ আলী রাত ১১ টায় জানিয়েছেন ২ জনের লাশ বাওড়ের মাঝ থেকে তুলে আনা হয়েছে। একজন জুনিয়র পাইলট ও একজন সিনিয়র পাইলট।

বিমান বাহীনি সদস্যরা বলেছেন, দুই পাইলট সিরাজুল ও এনায়েতের লাশ উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ