যশোর জেনারেল হাসপাতালের মসজিদ সংলগ্ন এলাকা থেকে গোলাম রব্বানী নামে এক ব্যক্তির ব্যাগে মিললো ২০০ পিস্ ইয়াবা ট্যাবলেট। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কোতয়ালি থানা পুলিশ তার ব্যাগ তল্লাসী করে ইয়াবার এই বড় চালানটি আটক করে। এ সময় চা দোকানীসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের ডেকে তাদের সামনে ব্যাগ খুলে এই ইয়াবা পাওয়া যায়। আটক গোলাম রব্বানী যশোর সদরের চুড়ামনকাঠির বাসিন্দা। তিনি বেঙ্গল সিমেন্ট কোম্পানিতে চাকরি করেন-এমন একটি পরিচয়পত্র দেখান।
যশোর কোতয়ালি থানার এসআই হেলাল উদ্দিন জানান-গোপন সংবাদের ভিত্তিতে তাকে ডেকে অনেকের সম্মুখ্যে গোলাম রব্বানীর ব্যাগ খুলে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকার বাসিন্দা ও বেঙ্গল সিমেন্ট কোম্পানীর কর্মচারি বলে পরিচয় দিয়েছেন। তার কাছে বেঙ্গল সিমেন্ট কোম্পানির একটি পরিচয়পত্র পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গোলাম রব্বানী জানান-এক মেয়ে তাকে ব্যাগটি দিয়েছিল। তবে ওই মেয়েটি কে এবং তার সাথে কিসের সম্পর্ক তা বলেননি। এ সময় তাকে ও আল্লাহ, ও আল্লাহ করে ফুপিয়ে কাঁদতে দেখা যায়।
পুলিশের দাবি, গোলাম রব্বানী সিমেন্ট কোম্পানির সাইনবোর্ডের আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।