আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:৩০

যশোরে ‘বোমা তৈরির সময় বিস্ফোরণে’ আহত যুবকের মৃত্যু

যশোরের অভয়নগরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত যুবক শফিকুল ইসলাম শাপ্পা মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার রাত ২টা ২৪ মিনিটে তার মৃত্যু হয় বলে যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান।

শাপ্পা (৩৫) অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।

পুলিশ জানায়, বাড়িতে বোমা তৈরির সময় সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরণে শাপ্পা আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ এবং মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি বলেন, “পুলিশের পাহারায় শাপ্পাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

সোমবার শাপ্পুর ঘরের একটি খাটের নিচ থেকে পাঁটি রামদা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার পুলিশ। এ ঘটনায় শাপ্পার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত