আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৫৫

যশোরে ভুয়া পুলিশ সেজে ধর্ষণ ও গর্ভপাত : আটক ১

ভুয়া পুলিশ সদস্য সেজে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগে ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা মামলার আসামি মোস্তফা মাহিদকে (২১) আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। গত ৯ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। মাহিদ ওই গ্রামের আবু সাঈদ নায়েবের ছেলে।

র‌্যাব জানিয়েছে, মাহিদ পুলিশের পোশাক পরিধান করে এক নারীর (২৫) সাথে প্রতারণা করে। সে ওই নারীকে মিথ্যা তথ্য দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। তারা একত্রে তিন মাস স্বামী স্ত্রী হিসেবে ঢাকার আশুলিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। এর আগে ভুয়া কাজী সেজে বিয়ের নাটক করে।

পরে ওই নারী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ের কথা বললে সে অস্বীকার করে এবং সেখান থেকে পালিয়ে আসে। এ ঘটনায় ওই নারী আশুলিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় র‌্যাব মাহিদকে আটক করে। রবিবার তাকে ঢাকার আশুলিয়া থানায় স্থানান্তর করা হয়েছে।

আরো সংবাদ