আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৪:৪৪

যশোরে ভৈরব নদে সারবোঝাই জাহাজ ডুবি

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে ৬৮০ মেট্রিক টন সারবোঝাই ‘এন বি শিপিং লাইনস এর শাবির বাঁধন নামের একটি জাহাজ ডুবে গেছে। বুধবার দিবাগত রাতে পীরবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

ডুবে যাওয়া জাহাজের সুনাকি সজিব বলেন, লোকাল ক্যারিয়ার সঞ্জয় ট্রেডিং গত ২০ জানুয়ারি চিটাগাং ঘাট থেকে সার বোঝাই করে ২৫ জানুয়ারি নওয়াপাড়া বন্দরে আসে।

গতকাল পীরবাড়ি ঘাটে নোঙ্গর করে। রাতে আলাতকাছি ছিড়ে হেলে যায় জাহাজটি। এতে হ্যাজের মধ্যে পানি ডুকে রাত আড়াইটার সময় জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে প্রায় ১ কোটি ৭ লাখ টাকার সার ছিল।
জাহাজটি ডুবে যাওয়ায় নদীর চ্যানেল বন্দ হয়ে রয়েছে। ফলে অন্য জাহাজ চলাচল করতে পারছে না।

ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, অভয়নগর থানা পুলিশের একটি টিম পরিদর্শন করেছেন। দ্রুত উদ্ধারে ততপর রয়েছেন তারা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত