যশোরের চাঞ্চল্যকর একটি ধর্ষণ মামলার প্রধান আসামি বাপ্পী হোসেন (৩০) গাজীপুর থেকে পাকড়াও করলো র্যাব-৬ যশোর ক্যাম্পের একদল চৌকষ ফোর্স। র্যাব-১ গাজীপুর ক্যাম্পের সহযোগিতায় শনিবার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বেরাইদেরচেলা এলাকা থেকে তাকে আটক করে।
র্যাব জানিয়েছে, ১৬ এপ্রিল রাতে বাপ্পী হোসেন পূর্বপরিচিত যশোরের গাইদগাছি গ্রামের এক প্রবাসির স্ত্রীর দরজার কড়া নেড়ে বলে মামী দরজা খুলেন, জরুরী কথা আছে। প্রতিবেশি বাপ্পী সম্পর্কে ভাগ্নে হয়। যেকারণে সরল বিশ্বাসে ওই প্রবাসীর স্ত্রী দরজা খুলেন। এ সময় বাপ্পী ভেতরে ঢুকে ওই নারীর মুখ চেপে ধরে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে-এমন অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার এজাহারে ভুক্তভোগীর অভিযোগ জোরপূর্বক ধর্ষণ করে বিষয়টি ফাঁস না করতে নানা ভয়-ভীতি দেখিয়ে বাপ্পী চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী প্রথমে তার পরিবারকে জানান। পরে তিনি যশোর কোতয়ালি থানায় মামলা করেন। কিন্তু ঘটনার পরপরই বাপ্পী আত্মগোপনে চলে যায়। র্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করতে সমর্থ হয়েছে।