আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪০

যশোরে মুক্তিযোদ্ধা সালাম হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন যশোরের সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

মঙ্গলবার বিকেলে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

এসময় যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান সাগর সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত বিজেও-৪০৪৭৬ সিনিয়র ওয়াঃ অফিঃ আব্দুস সালাম হাওলাদার বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি সহধর্মীনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে যান।

আরো সংবাদ