যশোর মাগুরা সড়কের রাজাপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল ইয়াসিন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন সদর উপজেলার রাজাপুর গ্রামের শামীম হোসেনের ছেলে। ও হুদা রাজাপুর প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
নিহত ইয়াসিনের পিতা শামীম হোসেন জানায়, মঙ্গলবার বিকাল তিনটার দিকে রাস্তা পারাপারের সময় ইয়াসিন যশোর গামী একটি মোটরসাইকেলের ধাক্কা খায় এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে শিশু সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মর্গে পাঠান।