আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩৪

যশোরে যাত্রীবাহী বাস উল্টে ড্রাইভার নিহত, আহত ১০

এস আই ফারদিন, যশোরঃ যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় রুস্তুম আলী (৫২) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে দশ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনকে যশোর জেনারেল হাসপাতালে ও ছয় জনকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার ২৩ আগস্ট যশোর-নড়াইল সড়কে বাঘারপাড়ার দাতপুর এলাকায় ঘটে। নিহত রুস্তম বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে। জানা যায়, সকালে যশোর-কালনা রুটের বাসচালক রুস্তম যশোর থেকে বাস চালিয়ে নড়াইলে যাচ্ছিলেন। পথে বাঘারপাড়ার দাতপুরে পৌঁছলে বাসের একটি চাকা ব্লাস্ট হয়। এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে যায়।

এসময় চালকসহ ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় চালক রুস্তমকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই রুস্তুম আলী মারা যান। অন্যরা আশঙ্কামুক্ত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত