আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:২৬

যশোরে যুবলীগ কর্মী খুন

নিজস্ব প্রতিবেদক : যশোরে যুবলীগ কর্মী রুম্মান (৩০) কে কুপিয়ে হত্যা করেছে একই গ্রুপের সন্ত্রাসীরা। শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা বাবলাতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রুম্মান কাজীপাড়া পুলিশ লাইন এলাকার লিয়াকত পটোয়ারির ছেলে। এ সময় আরিফ হোসেন শাকিল (২৫) নামে আরেক যুবলীগ কর্মী গুরুত্বর আহত হয়েছেন। তিনি ওই এলাকার বাবু ড্রাইভারের ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে শহরের ঢাকা রোড বাবলাতলার এলাকার সাজ্জাদ, রহমান ও আরিফসহ ১০/১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় রুম্মানের সাথে থাকা শাকিলকেও কুপায় সন্ত্রাসীরা।
তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।
এসময় জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক প্রশেনজিৎ জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে রুম্মানের মৃত্যু হয়েছে। আহত শাকিলের অবস্থা আশংকাজনক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে রুম্মান। আসামী আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরো সংবাদ