আজ - বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:১১

যশোরে যুব মহিলা লীগ নেত্রিকে নিয়ে পালালো ছাত্রলীগ নেতা।

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কচুয়া ইউনিয়ন যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন সুলতানা তমাকে নিয়ে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান গোপনে পলায়ন করেছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শারমিন সুলতানা তমা কচুয়া ইউনিয়নের যুবলীগ নেতার স্ত্রী ছিলেন এবং তার পূর্বের সংসারে দুটি সন্তান রয়েছে। অন্যদিকে, ইমরান হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোর সদর উপজেলা কমিটির সদস্য। ৫ আগস্টের পর ইমরান তার পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়ে যান। কিছুদিন পর যুবলীগ নেতা জানতে পারেন, তার স্ত্রী তমাও ইমরানের সঙ্গে পালিয়ে গেছেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ইমরান হোসেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাতক আনোয়ার হোসেন বিপুল এবং কারাগারে থাকা নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজু আহমেদের ঘনিষ্ঠ ছিলেন। এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ইমরান ছাত্রলীগের নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, টোকাই ইমরান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধে লিপ্ত ছিলেন। স্থানীয়রা আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইমরান ও তার দলবলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।

যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা তমা এবং ইমরান হোসেনের সম্পর্ক নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ছিল। তারা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থাকতেন এবং গভীর রাতেও একসঙ্গে দেখা যেত। তবে তাদের সম্পর্কের এমন পরিণতি হবে, তা কেউ কল্পনাও করেননি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত