আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৩

যশোরে র‌্যাবের হাতে অস্ত্র ও মাদকসহ আটক ৩

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে।

আটককৃতরা হলেন, শহরের নিরালা আবাসিক এলাকার ১০২ নম্বর বাড়ির মৃত মোশারফ হোসেনের ছেলে ওহেদুজ্জামান সজিব (২৮), রেলগেট বাগমারা তেতুঁলতলা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে জোবায়ের হোসেন (৩১) ও খুলনা শহরের ২৪ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ভুলু সরদারের ছেলে শান্ত ইসলাম রাসেল (৩৩)।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ওয়ান স্যুটারগান ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় আলাদা দুটি মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত