আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:০৭

যশোরে র‌্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে চারজন মাদক কারবারী আটক

যশোর প্রতিনিধি: যশোরে র‌্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে চারজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একশ’ বোতল ফেনডিসডিল ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের মৃত লুৎফর রহমান মোল্যার ছেলে আব্দুর রহিম, চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সরদারপাড়ার মিল্টন সরদারের ছেলে রায়হান উদ্দিন, যশোর শহরের বেজপাড়া মেইন রোডের মৃত আব্দুর রউফের ছেলে রেজাউল করীম সোহাগ ও কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মৃত এজাহার মল্লিকের মেয়ে রোকেয়া বেগম।
র‌্যাব সূত্র মতে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের বেজপাড়া মেইন রোডে অভিযান চালিয়ে রোকেয়া বেগম ও রেজাউল করীম সোহাগকে একশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের আসলাম মোল্যার বাড়িতে অভিযান চালায়। এসময় ২০ বোতল ফেনসিডিল ও দুইটি মোটরসাইকেলসহ আব্দুর রহিমকে আটক করা হয়। একইদিন বিকেলে চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে ৭৮ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত