আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:২৮

যশোরে লবন গুজবে ক্রেতার ভিড়ে দোকান ছেড়ে পালাচ্ছেন ব্যাবসায়ীরা!

খান জাহান আলী 24/7 নিউজ ::  যশোরের বিভিন্ন খুচরা পাইকারী বাজারে লবণ দাম বেড়েছে বলে গুজব ছড়িয়েছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এমন খবর পেয়েই ক্রেতারা আগেবাগে লবণ ক্রয় করতে ভিড় জমিয়েছেন বিভিন্ন দোকানে। গুজব ছড়িয়েই বিপাকে পড়েছে লবন বিক্রেতারা। শেষমেষ দোকান বন্ধ করে একপ্রকার পালাতে হচ্ছে এসব খুচরা পাইকারী লবন বিক্রেতাদের। একশ্রেণীর ব্যবসায়ী সিলেটে লবণের দাম বেড়েছে প্রচার করলে মুহুর্তের মধ্যে ভিড় জমে যায় বিভিন্ন দোকানে।প্রশাসন যশোরের ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে বাজারে প্রচুর পরিমাণের লবণ মজুদ রয়েছে। দাম বাড়ার কোন কারণ নেই। গুজব ছড়িয়ে যারা বেশি দামে লবণ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নিবে প্রশাসন। জানাগেছে প্রতি কেজি লবনের দাম ১০০-১২০ টাকা হয়ে গেছে, এমন গুজব ছড়াচ্ছে একটি অসাধু চক্র। আইনশৃঙ্খলাবাহিনী বলছে এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এমন গুজবে বিভ্রান্ত হয়ে যশোরের বিভিন্ন বাজারে লবনের ইচ্ছাকৃত সংকট সৃষ্টি করছেন একদল ব্যবসায়ী। এতে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রভাব পড়ছে। লবনের দাম বৃদ্ধির আতঙ্কে  বেশি দামে লবন বিক্রির বিষয়টি নিশ্চিত করেন অনেক ক্রেতা। তারা বলেন, একটি মহল পেঁয়াজের মত লবনের দাম বাড়ার গুজব ছড়াচ্ছে। যশোরের বিভিন্ন যশোর জেলা প্রশাসক কতৃক  ইতিমধ্যেই মাইকিংয়ের মাধ্যমে লবনের দাম বেড়ে যাওয়াটা গুজব বলে প্রচার চালাচ্ছে। ঘোষনায় বলা হচ্ছে  এমন গুজব ছড়ানো ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। যশোর বড় বাজারের একজন ব্যবসায়ী খান জাহান আলী 24/7 নিউজকে বলেন, শুনেছি লবনের দাম  প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় দায়িয়েছে। তবে আমরা প্রতি কেজি লবন ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করছি। স্থানীয়কয়েকজনরাজনৈতিকনেতাবলছেন,সরকারবিরোধীএকটিকুচক্রীমহলদেশেরউন্নয়নকর্মকান্ডগুলোকেআড়ালকরতেগুজবছড়িয়েসাধারণমানুষকেবিক্ষুব্ধকরতেচাচ্ছে।দেশেরশান্তিপূর্ণপরিস্থিতিকেঅশান্তকরেরাজনৈতিকফায়দাহাসিলেরজন্যএসবমিথ্যাবানোয়াটঅপপ্রচারেরআশ্রয়নিয়েছেএকটিরাজনৈতিকমহল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত