আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৫

যশোরে শরীফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।

যশোরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোরের ছাত্র জনতার উদ্যোগে শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আগে একই স্থানে জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয়। নামাজ শেষে শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সাধারণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তারা মরহুমের আত্মার শান্তি কামনার পাশাপাশি তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->