আজ - মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৫

যশোরে শীতার্তদের মাঝে নরেন্দ্রপুর ইউপি বিএনপির পক্ষ্য থেকে কম্বল বিতরন।

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্দ্যগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক( ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় বক্তরা বলেন, গত কয়েক দিনে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। বিশেষ করে গরীব-অসহায় মানুষ শীতে বেশি কষ্ট পাচ্ছে। তাই তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ করে শীতার্ত এসব মানুষের কিছুটা উপকারে আসে।

এসময় তিন শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ প্রমূখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত