আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪২

যশোরে সড়কে প্রান গেলো ২ জনের।

রোববার ভোরে ও সকালে যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ট্রাক আটক করা হলেও চালকরা পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, সকাল পৌনে ১১টার দিকে যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর বাস টার্মিনাল এলাকায় আফিল গ্রুপের একটি ট্রাকের নিচে চাপা পড়ে বাইসাইকেল আরোহী একই উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। আর আফিল গ্রুপের ট্র্যাকটি নাভারণ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে, রোববার ভরে যশোর মনিরামপুর সড়কের যশোরের কানাইতলা গাজী হোটেলের বিপরীতে দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় হাফিজুর মোড়ল নামে এক পথচারী চাপা পড়ে নিহত হয়েছেন।

আরো সংবাদ