আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:২৪

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রান গেলো কলেজ ছাত্রের।

  • যশোরের ঝিকরগাছায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ঝরে গেল অনুপ ঘোষ (২২) নামে কলেজছাত্রের প্রাণ। আজ রোববার (১০ ডিসেম্বর) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা কীর্তিপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র উপজেলার কাশিপুর গ্রামের কালিপদ ঘোষের ছেলে। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পরিবারটিতে কান্নার রোল পড়েছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, অনুপ ঘোষ মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। কীর্তিপুর মোড়ে একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোটরসাইকেলটির গতি সম্ভবত বেশি ছিল। সে কারণে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে ছিল।

আরো সংবাদ