আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:৫৬

যশোরে সদরে নির্বাচন থেকে সরে দাড়ালেন দুই স্বতন্ত্র প্রার্থী , বহিষ্কার আরো নেতাকর্মী

যশোর সদর উপজেলায় ফতেপুর ইউনিয়ন ও কাশিমপুর ইউনিয়নের দুই জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকায় সমর্থন দিয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনকে সাথে সংবাদ সম্মেলন করে তারা নৌকায় সমর্থন দেন

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন জানান, ‘দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফতেপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পী খাতুন ও কাশিমপুর ইউনিয়নের মটরসাইকেল প্রতীকের বিএম সাইফুল ইসলাম নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে সরে দাঁড়িয়ে নৌকায় সমর্থন জানিয়েছেন। তাদের সকল স্তরের নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার অনুরোধ করেন।’

শহিদুল ইসলাম মিলন আরো জানান, ‘নৌকার বিপক্ষে অবস্থান নেয়ায় চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, চাঁচড়া স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ারুল করীম আনু, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাজ্জাত হোসেন বাবু, দেয়াড়া ইউনিয়নের বাসিন্দা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক সদস্য শাহাদত হোসেন ও দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলীকে বহিষ্কার করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, সদস্য মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী, এস এম রবি সিদ্দিক প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত