আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:১৩

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরে রাকিব সরদার (৩০) নামে এক যুবক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের বকচর হুসতলায় এই ঘটনা ঘটে। তিনি যশোর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা শেষে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তিনি ছুরিকাহত হন।

নিহত যুবক রাকিব বকচর হুশতলা কবরস্থানপাড়ার মৃত লিটু সরদারের ছেলে। তিনি পেশায় মোটরগাড়ি শ্রমিক ছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু জানান, শুক্রবার বিকালে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। রাকিবের চাচা হাফিজুর রহমান বটু ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওই সভায় মিছিল নিয়ে যোগদান করেন রাকিব। হয়তো একারণে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারা এই ঘটনার সাথে জড়িত তা আমরা এখনো জানতে পারিনি। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি জানা যাবে।’

নিহত রাকিবের ভাই রাজিব জানান, আজ সন্ধ্যায় রাকিব হুশতলা মাঠপাড়ায় একটি চটপটি দোকানের সামনে দাঁড়িয়ে চটপটি খাচ্ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে

 

আরো সংবাদ