আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৪২

যশোরে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি গ্রামের সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকির অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার (১৭ আগস্ট)  ওই ছাত্রীর মা তিনজনের বিরুদ্ধে এই মামলা করেছেন।

আসামিরা হলেন, যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামের রিপনের ছেলে সাকিব হোসেন, ঘুনি গ্রামের শহিদের দুই ছেলে হাসান ও মঈন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদী মামলায় বলেছেন, তার মেয়ের বয়স ১৪ বছর ৭ মাস। আসামি সাকিব বিভিন্ন সময়ে মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করতো। আর অন্য আসামি হাসান ও মঈন তাকে সহযোগিতা করতো। মেয়েটির বড় বোনের অসুস্থতার কারণে তিনি গত ১৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ভারতে অবস্থান করেছে। কিন্তু মা-বোন বাড়িতে না থাকায় আসামি হাসান ও মঈনের সহযোগিতায় সাকিব মেয়েটিকে মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার জন্য ফুঁসলাইতে থাকে। এক পর্যায় তাদের ভয়ে রাজি হয়। আসামি সাকিব তাকে নগ্ন অবস্থায় হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার জন্য বলে। ২০ জুলাই ভিডিও কলে বলা কথাগুলো রেকর্ড করে আসামিরা। পরে ১০ আগস্ট আসামিরা মেয়েটিকে ফোন করে ২৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে রেকর্ড করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। গত ১৫ আগস্ট সকালে বাদীর বাড়িতে এসে আসামিরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত