আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩১

যশোরে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে ডাকাতি।

যশোরের ঝিকরগাছায় অবস্থিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ব্যালকনির তালা ভেঙে দোতলায় ঢুকে বিভিন্ন কক্ষ তছনছ করা হয়েছে। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ও যশোর পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর অধ্যাপক রফিকুল ইসলামের লিলি কুঞ্জের দুইতলা ভবনের দোতলায় ড্রয়িং রুম ও তিনটি বেডরুমের ওয়ারড্রব ও আলমারির তালা ভেঙে বিভিন্ন মালামাল তছনছ করা হয়েছে। সেখানে কাপড়চোপড়, তৈজষপত্রসহ ব্যবহার্য জিনিসপত্র মেঝেতে ফেলা। তবে বাড়িতে কেউ না থাকায় ঠিক কী পরিমানে মালামাল খোয়া গেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জোসনা বেগম দৈনিক কল্যাণকে বলেন, সকালে বাড়ির বৈদ্যুতিক লাইট বন্ধ করার জন্য ঘরের দরজা খুলে দেখতে পাই সবকিছু এলোমেলোভাবে পড়ে আছে। ভেতরে গিয়ে দেখতে পাই ব্যালকনির তালাটি কেটে ঘরের ভেতরে প্রবেশ করে জিনিসপত্র ওলটপালট করেছে চোর চক্রটি।

সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের ছেলে মোস্তফা আশীষ ইসলাম দৈনিক কল্যাণকে জানান, বাবার চিকিৎসার জন্য আমরা পরিবারের সবাই ঢাকায় অবস্থান করছি। চার বা ততোধিক সদস্যের চোরচক্রটি মোটরসাইকেলে এসে সুযোগ বুঝে রাতের যেকোনো এক সময়ে ব্যালকনির তালা ভেঙে দোতলায় প্রবেশ করে। এ সময় প্রতিটি রুমের সব কিছু তছনছ করেছে সংঘবদ্ধ চক্রটি। বাড়িতে না গেলে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা সম্ভব নয়। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খাঁন দৈনিক কল্যাণকে বলেন, ইতোমধ্যে সাবেক ওই প্রতিমন্ত্রীর বাড়ি পরিদর্শন করেছে পুলিশ। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ চলমান আছে। দ্রুতই চক্রটিকে আটক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরো সংবাদ