আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:২৬

যশোরে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ আটক ১

যশোর বিজিবি ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সাড়ে ১২ কেজি ওজনের ১০৬ টি স্বর্ণের বারসহ ১ জন চোরাকারবারী কে আটক করেছে।

১৮ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে হাবিলদার মোঃ নুর আলম মিয়ার নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার কাশিপুরস্থ ব্যাঙদা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ অভিযানে ব্যাঙদা বাঁশতলার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপরে একজন সন্দেহভাজন বাই-সাইকেল আরোহী সাজু আহম্মেদ (২০) কে আটক করে। সে বড় কাবিলপুরের মৃত আব্দুস সালামের পুত্র। পরবর্তীতে তাকে তল্লাশী করে তার শরীরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ১০৬ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন সাড়ে ১২ কেজি। আটক বা উদ্ধার স্বর্ণের বর্তমান মূল্য ১০,০০,০০,০০০ (দশ কোটি) টাকা।

আটককৃত আসামী, স্বর্ণ এবং অন্যান্য মালামাল ঝিকরগাছা থানায় জমা দেওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত