আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫২

যশোরে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ জানাতে থানায় আসলেন স্ত্রী

স্বামী পরিত্যাক্তা অন্য এক নারীর সাথে অনৈতিক কর্মকান্ডের ঘটনায় নিজ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তৃপ্তি রানী সিকদার নামে এক গৃহবধূ। গত ১২ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার দাইতলা গ্রামের জেলেপাড়ায় এই ঘটনার পরদিন কোতোয়ালি মডেল থানায় স্বামীসহ দুইজনের বিরুদ্ধে এই অভিযোগ করেন তৃপ্তি রানী। অভিযোগকারী তৃপ্তি রানী দাইতলা গ্রামের জেলেপাড়ার প্রদ্বীপ কুমার সিকদারের স্ত্রী।তৃপ্তি রানী বলেছেন, দীর্ঘদিন যাবৎ তার স্বামীর একই গ্রামের স্বামী পরিত্যাক্তা দুই সন্তানের জননী  এক নারীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। বিষয়টি একাধিকবার হাতেনাতে ধরার পরও স্বামীকে ফিরিয়ে আনতে পারেননি তৃপ্তি। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তার স্বামী প্রদ্বীপ কুমার সিকদার স্থানীয় লোকজনের সহায়তায় হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা সমালোচনার শুরু হয়। কিন্তু পরদিন প্রদ্বীপের স্ত্রী তৃপ্তি রানী বাদী হয়ে স্বামী এবং ওই নারীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন।তৃপ্তি রানী আরো বলেছেন, বুধবার সকাল ১০টায় এই বিষয় নিয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পে উভয় পক্ষকে ডেকেছেন ক্যাম্প ইনচার্জ এসআই কাওছার আলম।  এই ঘটনার মূল অভিযুক্ত প্রদ্বীপ কুমার সিকদার বলেছেন, একই এলাকায় বসবাসের কারণে স্বামী পরিত্যাক্তা ওই নারীর সাথে দীর্ঘদিনের পরিচয়  রয়েছে। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিনের অবৈধ প্রেমের সম্পর্কটি চিরস্থায়ী করতে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি প্রদ্বীপ কুমার সিকদার একই এলাকার  ওই নারীকে নিয়ে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে যান। সেখানে প্রদ্বীপ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মর্মে স্ট্যাম্পে চুক্তিপত্র হয়। আর ষাট গম্বুজ ওই মসজিদের ইমাম মাওলানা জিহাদুল ইসলামের হাতে হাত রেখে প্রদ্বীপ ধর্মান্তরিত হন। ফলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে প্রদ্বীপ মাঝে মধ্যে লোক চক্ষুর আড়ালে ওই নারীর কাছে যান। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি আশপাশে কিছু লোকজন তাকে পাহারা দেয়ার বিষয়টি আগে জানতেননা।অভিযোগের বিষয়টি তদন্ত কর্মকর্তা চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কাওছার আলম স্বীকার করেছেন। তিনি বলেছেন তদন্ত চলছে। সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ