আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২৩

যশোরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

যশোর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৭) নামে একজন আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় মজিবুর রহমান নামে সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে শহরতলির চাঁচড়া জোড়া মন্দিরের পাশে। নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

আহত মজিবুর রহমান যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। নিহত আইনজীবী মণিরামপুর উপজেলার শরুপদাহ গ্রামের জয়নাল হোসেনের ছেলে। মজিবুর রহমান মণিরামপুর উপজেলার মাসলা খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

নিহতপর বাবা জয়নাল হোসেন জানায়, আলমগীর সাবেক চেয়ারম্যান মজিবুরকে সাথে নিয়ে যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলো। চাঁচড়া জোড়া মন্দিরের পাশে গেলে বিপথমুখী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমগীর মারা যান। নিহত এবং আহত মজিবুরকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তারের উদ্ধৃতি দিয়ে বলেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত মজিবুরের বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। তাকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়ছে। শঙ্কামুক্ত আশা করা যায়।

কোতোয়ালি থানার এসআই তপন কুমার নন্দী বলেন, নিহত আলমগীরের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে নেয়ার জন্য আবেদন করেছেন। আইনের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ