আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৩৪

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সাবেক সদস্য নিহত।

যশোরে ট্রাকচাপায় এনামুল হক (৪৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার রাজধারপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি পালবাড়িতে ভাড়া বাড়িতে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহের দিক থেকে আসা বেনাপোলগামী ফ্রেশ কোম্পানির একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ১৪-১৫৮২) দ্রুতগতিতে পালবাড়ি ভাস্কর্য মোড় অতিক্রম করছিল। এমন সময় একই দিক থেকে আসা এনামুল হক তার মোটরসাইকেল নিয়ে বাক ঘুরতে গেলে পেছন থেকে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে এনামুলের মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন এনামুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ট্রাকচালক মনিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরো সংবাদ