আজ - বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:২৮

যশোরে ১০ ইউপি চেয়ারম্যানের সম্পদ বিবরণী প্রকাশ

যশোরে ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে ২০১৬ সালে নির্বাচনের সময় দাখিল করা হলফনামার সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বিগত পাঁচ বছরের সম্পদ বিবরণী প্রকাশ করবেন চেয়ারম্যানরা।

মঙ্গলবার (৫ অক্টোবর) যশোর শহরের একটি হোটেলে রাইটস যশোর আয়োজিত গণমাধ্যমে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ বিষয়ক সভায় পাঁচজন চেয়ারম্যানের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।

তারা হলেন-যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া, ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ, মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, যশোর সদরের রামনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজনীন নাহার ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছরিন সুলতানা।

এর আগে ২৭ সেপ্টেম্বর একই হোটেলে সম্পদ বিবরণী প্রকাশ করেন যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান, অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রহমান ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোদাচ্ছের আলী।

রাইটস যশোরের সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক মো. হুসাইন শওকত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত