আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৪৩

যশোরে ৫ মন ৫ টাকার কয়েনসহ আটক ২!

যশোর প্রতিনিধি: যশোর উপশহরের নিউমার্কেট এলাকায় ইউএস বাংলা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ দুই জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কয়েন রয়েছে। শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৯ বিজিবি) একটি টহল দল এই অভিযান চালায়। তবে কেন এসব কয়েন সেখানে আনা হয় তা এখনো জানা যায়নি।

১,২ ও ৫ টাকার কয়েন।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক এ বিষয়ে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে যশোর শহরের নিউমার্কেট থেকে নগদ ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন নিউমার্কেট এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী সুলতানা পারভীন বেবী (৩৮) ও মেয়ে সুমাইয়া সুলতানা (১৬)।

কয়েনসহ আটককৃতদের যশোর কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত