আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪০

যশোরে ৭৪ সাংবাদিকের মাঝে ১৬ লাখ টাকার চেক বিতরণ 

জেলার  আজ সকালে ৭৪ সাংবাদিকের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা ও করোনাকালীন প্রণোদনার ১৬ লাখ  ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় ২ জন প্রয়াত সাংবাদিক পরিবারের হাতে ৩ লাখ টাকা করে ৬ লাখ এবং চিকিৎসা সহায়তা হিসেবে  ১ সাংবাদিককে ১ লাখ এবং ৫ সাংবাদিককে ৫০ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা  দেয়া হয়েছে।
এছাড়াও ৬৬ সাংবাদিককে প্রণোদনা হিসেবে ১০ হাজার করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকা  দেয়া হয়েছে। জেইউজের সভাপতি ফারাজী আহমেদ সাঈদের সভাপতিত্বে প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেইউজের সাবেক সভাপতি অমিনুর রহমান মামুন ও সাজ্জাদ গনি খাঁন রিমন বক্তব্য রাখেন।

আরো সংবাদ