যশোরের অভয়নগরের পায়রা ঘোড়াদাড়ী গ্রাম থেকে মিতা মণ্ডল (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঘোড়াদাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। মিতা মণ্ডল ওই গ্রামের জয় মণ্ডলের স্ত্রী এবং এক কন্যাসন্তানের জননী।
মিতার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামী জয় মণ্ডলের সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল এবং শারীরিক নির্যাতনের শিকার হতেন তিনি।
মিতার বড় বোন রুপা সরকার অভিযোগ করেন, সোমবার (১০ মার্চ) রাত ১২টায় জয় মণ্ডল তাকে ফোন করে মিতাকে মেরে ফেলার হুমকি দেয়। মঙ্গলবার সকাল ৭টায় মিতার সঙ্গে তার শেষবার কথা হয়, তখন জয় মণ্ডল ঘরের আসবাবপত্র ভাঙচুর করছিল এবং ভিডিও কলে সেটি দেখায়। কিছুক্ষণ পর মিতার ফোন কেটে যায়। পরে বেলা ১১টার দিকে স্থানীয় এক তরুণের মাধ্যমে তারা খবর পান যে মিতা মারা গেছেন।
পরিবারের দাবি, মিতার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল, যা তার ওপর নির্যাতনের প্রমাণ করে।
ভবদাহ ক্যাম্পের ইনচার্জ ওমর ফারুক জানান, পুলিশ গিয়ে লাশ বারান্দায় পড়ে থাকতে দেখে এবং তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জয় মণ্ডল স্বীকার করেছেন যে, সোমবার রাতে ও মঙ্গলবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয় এবং তিনি স্ত্রীকে চরথাপ্পর মারেন। পরে কাজে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর ফিরে এসে ঝুলন্ত অবস্থায় মিতার লাশ দেখতে পান।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীম জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।