
যশোরে মামুন নামের এক আওয়ামীলীগের কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক মামুন আরবপুর দিঘীরপাড় এলাকার মৃত আয়ুবের ছেলে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান, মামুন আওয়ামীলীগের সক্রিয় কর্মী। বর্তমানে তিনি নানা ধরণের অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি আওয়ামীলীগের হয়ে সরকারী কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন। গত বছরের ১৩ নভেম্বর আওয়ামীলীগ সারা দেশে লকডাউনের ডাক দেন। যার অংশ হিসেবে ওই দিন ভোরে উপশহর এলাকায় পার্কিং এ থাকা একটি বাসে আগুন দেয় দূর্বিত্তরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামুনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।