
যশোরের ইছালী ইউনিয়নে ইজিবাইকের চাপায় তানিসা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে হুদা-ফুলবাড়ি সড়কের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তানিসা ওই এলাকার মমিনুল ইসলাম তুষারের মেয়ে। তুষার পেশায় ব্যবসায়ী। তার ১০ বছর বয়সী তাসনিম নামে এক প্রতিবন্ধী মেয়েও রয়েছে।
স্থানীয়রা জানান, তুষার ও তার স্ত্রী রিতা ছোট মেয়ে তানিসাকে নিয়ে যশোর শহরে গিয়েছিলেন। বিকেল পৌনে চারটার দিকে ইজিবাইক থেকে বাড়ির সামনে নেমে ভাড়া দিচ্ছিলেন। এ সময় তানিসা দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।