আজ - শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:২৯

যশোর উপশহর থেকে চাকু ও ইয়াবা সহ যুবক আটক।

যশোরের উপশহর এলাকা থেকে এক যুবককে মাদক ও চাকু সহ আটক করেছে ডিবি পুলিশ। আটক রহিম সরদার কালু নতুন উপশহর ট্রাকস্ট্যান্ড বস্তির মৃত হামিদ সরদারের ছেলে। এঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
ডিবির এসআই মোল্যা আব্দুল হাই জানান, রোবরার রাত তিনটার পর তারা নিউমার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এমন সময় রহিমকে বস্তির সামনে দেখে সন্দেহ হয় তাদের। পরে রহিমকে তল্লাশি করা হয়। এসময় তার কাছথেকে একটি বার্মিজ চাকু ও ২০ পিছ ইয়াব উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক ও দ্রুত বিচার আইনে পৃথক দুইটি মামলা করা হয়। সোমবার তাতে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত