আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:২৫

যশোর উপশহর থেকে বিদেশী পিস্তল সহ আটক ১।

যশোর উপশহর থেকে বিদেশী পিস্তল সহ আটক ১।
যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই শামীম হোসেন ও এএসআই রঞ্জন কুমার বসু,সনম্বয়ে একটি চৌকশ টিম গতকাল উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে 01 জন সন্ত্রাসীকে আটক করেন এবং উক্ত সন্ত্রাসীর স্বীকারোক্তি মোতাবেক তাহার ভাড়া বাসা হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মোতাবেক 01টি বিদেশী পিস্তল ও 01টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাজমুল হোসাইন @ প্রিন্স(৩৫), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-শেখ নাছিমা পারভীন, সাং-যোগী (ইছালি), পোষ্টঃ হাশিমপুর, বর্তমান ঠিকানাঃ ১৫৪ বি-ব্লক, উপশহর মোঃ ছদর উদ্দিন খাঁ এর বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর

আরো সংবাদ